অগোছালো

সিকদার সাদ রহমান ১৪ জুন ২০১৯, শুক্রবার, ১২:৫৩:২৮পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

 

কিছু জিনিস গোছানো যায় না
তোমার ভালবাসা গুলো বড্ড অগোছালো
কিন্তু অভিশাপ গুলো কেন দাও গুছিয়ে?

তোমার আবেগী চোখের কার্নিশ বেয়ে
গড়িয়ে পড়া জল গুলো বড্ড অগোছালো
গোছানো ছিল ঠোট বাকানো হাঁসি।

জীবনের গভীরে প্রবেশ করা
ঘর বাধাঁর স্বপ্ন গুলো খুব করে গোছানো
কিন্তু ঘরের মধ্যে আসবাব গুলো
বরাবরই অযত্নে অগোছালো।

জীবন দেখেছি, গোছানো যায় না।
হার মেনে প্রকৃতির লিলায়
বেলায় ক্লান্তিতে অবহেলায়,
তোমার ভুল শাসনে দেখেছি
সব কিছু গোছানো যায় না।

কিছু জিনিস অগোছালোই ভাল
তোমার হাওয়ায় উড়ানো রেশমী চুল
ঘরের দরজায় বাগান বিলাস,
তোমার অকস্মাৎ বুক আকঁড়ে জড়িয়ে ধরা,
তোমার হঠাৎ হঠাৎ বায়না ধরা,
তোমার গলায় রবিন্দ্রনাথের গান।
আর তোমার তানপুরার টুং টাং।

১৭৩৫জন ১৬৫২জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ