অগণপ্রজাতন্ত্রী প্রেমিকা

নাজমুল হুদা ২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ১২:২০:৫২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

সুঠামদেহী হাতের মুঠোয় পৌরুষের অভিমান
মৃদুস্বরে- ভালোবাসি বলে কি কষ্ট দেও?
হাসিতে ছুড়ে মারো একটা পারমাণবিক প্রশ্ন
:হ্যাঁ! কতটুকু ভালোবাসো?
রাগের ফোয়ারাগুলো চেপে ধরে মনের সীমান্তে
শান্তিতে বলি- তুমি বিপথে গেলে শ্বাসকষ্ট হয়।

যদি আজ প্রেমের গুদামজাত প্রক্রিয়া থাকত;
তিলে তিলে জমানো আমার অনুভূতি
বৈধ হিসেব না দিতে পারার অপরাধে
অভিযুক্ত তোমায় ভালোবাসার রায়ে
প্রেমিকা সংশোধনী খাঁচায় বন্দি করে
:রোজ আমি ভালোবাসার পরিমাপ শিখাতাম।

অতঃপর, এক প্রেমিকাবর্ষে
নয়নাভিরাম তিলক চিত্র উর্বর বুকের ময়দানে
জোড়া পায়রা উড়িয়ে সুলিখিত একটি প্রস্তাবে
আমারও প্রশ্ন- কতটুকু ভালোবাসবে আমায়?
এখনেই তো সময় ফিরে দেখো!

নেত্রকোণা, ময়মনসিংহ

৬০১জন ৫০২জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ