সুঠামদেহী হাতের মুঠোয় পৌরুষের অভিমান
মৃদুস্বরে- ভালোবাসি বলে কি কষ্ট দেও?
হাসিতে ছুড়ে মারো একটা পারমাণবিক প্রশ্ন
:হ্যাঁ! কতটুকু ভালোবাসো?
রাগের ফোয়ারাগুলো চেপে ধরে মনের সীমান্তে
শান্তিতে বলি- তুমি বিপথে গেলে শ্বাসকষ্ট হয়।
যদি আজ প্রেমের গুদামজাত প্রক্রিয়া থাকত;
তিলে তিলে জমানো আমার অনুভূতি
বৈধ হিসেব না দিতে পারার অপরাধে
অভিযুক্ত তোমায় ভালোবাসার রায়ে
প্রেমিকা সংশোধনী খাঁচায় বন্দি করে
:রোজ আমি ভালোবাসার পরিমাপ শিখাতাম।
অতঃপর, এক প্রেমিকাবর্ষে
নয়নাভিরাম তিলক চিত্র উর্বর বুকের ময়দানে
জোড়া পায়রা উড়িয়ে সুলিখিত একটি প্রস্তাবে
আমারও প্রশ্ন- কতটুকু ভালোবাসবে আমায়?
এখনেই তো সময় ফিরে দেখো!
নেত্রকোণা, ময়মনসিংহ
১৪টি মন্তব্য
ত্রিস্তান
অতঃপর, এক প্রেমিকাবর্ষে
নয়নাভিরাম তিলক চিত্র উর্বর বুকের ময়দানে
জোড়া পায়রা উড়িয়ে সুলিখিত একটি প্রস্তাবে
আমারও প্রশ্ন- কতটুকু ভালোবাসবে আমায়?
এখনেই তো সময় ফিরে দেখো!
দারুন লিখেছেন ভাই।
নাজমুল হুদা
অফুরন্ত ভালোবাসা আপনাকে ভাই 💞
সুপর্ণা ফাল্গুনী
শেষের প্যারাটা চমৎকার শব্দের গাঁথুনি,অন্যরকম কথামালায় জম্পেশ হয়েছে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু 💕
আপনিও ভালো থাকবেন সবসময়।।
ফয়জুল মহী
অসাধারণ
মাহবুবুল আলম
কবিতা ভাল লাগলো। শুভ কামনা।
রেহানা বীথি
চমৎকার লিখেছেন।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু 💕
সুরাইয়া পারভীন
যদি আজ প্রেমের গুদামজাত প্রক্রিয়া থাকত;
তিলে তিলে জমানো আমার অনুভূতি
বৈধ হিসেব না দিতে পারার অপরাধে
অভিযুক্ত তোমায় ভালোবাসার রায়ে
প্রেমিকা সংশোধনী খাঁচায় বন্দি করে
:রোজ আমি ভালোবাসার পরিমাপ শিখাতাম।
এ রকম কিছু একটা থাকা উচিত ছিল।আমিও শিখে নিতাম।
সত্যিই দারুণ লিখেছেন ভাই
নাজমুল হুদা
আমিও শিখাতাম
এস.জেড বাবু
শব্দ চয়নে বরাবর আপনার লিখায় ভিন্নতার মাধুর্য পাওয়া যায়।
অসাধারণ ভাই
শুভকামনা।
নাজমুল হুদা
ভাইয়া অনেক অনেক ভালোবাসা জানবেন।
💞💞💞
বন্যা লিপি
তোমার প্রেম কাব্যে সবসময় বিজ্ঞান ভর করে।ভাই তুই কি বিজ্ঞানাগারে বইসা লেখো? বড়ই আলাদা কিসিমের কবি তুই ছোটো ভাই😇।
অনেক বড় হও।শুভ কামনা।
নাজমুল হুদা
হা হা হা, আপু আমি বিজ্ঞানাগারে বসে লিখি না।
তবে আপুদের জন্য লিখি এমন করে কমেন্ট করার জন্য যেন আপুরা প্রেমের গন্ধ পেতে পারে😆😶