VIP লেইন

ইঞ্জা ৬ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ০৮:৩৩:৪০অপরাহ্ন রম্য, সমসাময়িক ১২ মন্তব্য

 

ভেরি ইম্পোটেন্ট (ইম্পরট্যান্ট কইতে ভালা লাগেনা, হিজড়া টাইপের আরকি) মানুষদের জন্য নাকি নতুন লেইন করার আবদার করা হয়েছে আর সংশ্লিষ্ট কতৃপক্ষও প্ল্যান প্রোগ্রামে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু আমাদের প্রশ্ন হলো নতুন ভিআইপি লেইন কই হবে, জায়গা তো নেই, রাস্তাঘাটের ধার ঘেঁষে তো সব অট্টালিকা?
আর এইজন্যই এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমার ঘটে বুদ্ধি এসেছে এবং আশা করি ভেরি ইম্পোটেন্টরা আমার বুদ্ধি ধার করে উনাদের আলাদা লেইনের খায়েশ মিটাইতে পারবেন।

আসুন জানা যাক নতুন কি ব্যবস্থা নিলে এর সমাধান সম্ভব:
১) প্রথম কথা হইলো মানি প্রবলেম সলিউশন, এই ক্ষেত্রে সকল ভিআইপিদের বাহন বাজেয়াপ্ত করে তা বিক্রি করে দিতে হবে, এতে বড় এমাউন্টের অর্থ সংকুলান করা যাবে, বাকিটা ঘাটের মরা জনতা, সোনালি, বেসিক ব্যাংক থেকে সরকার নেবেন। 😁

২) সেইসব অর্থ দিয়ে উড়ুক্কু যান কেনা হবে, যেমন আজকাল দুবাইতে কেনা হয়েছে, এই যান ভিআইপিদের ছাদ থেকে উড্ডয়ন করবে এবং ল্যান্ড করবে ভিআইপিদের কর্মস্থলের ছাদে, বৃষ্টির দিনে উনাদের জানালার পাশে উড়ুক্কু যান দাঁড়াবে, উনারা টুপ করে ভিতরে প্রবেশ করবেন, কিন্তু সাবধান এই যান থেকে টুপ করে নামার আগে খেয়াল রাখতে হবে যেন পাটা জানালায় বা ভিতরে রেখেছেন কিনা, নাহলে টুপ করে নিচেও পড়ে টুস করে ফেটে যেতে পারেন।  \|/

৩) উড়ুক্কু যান না পেলে আপনারা হেলিকপ্টার ভাড়া নিতে পারেন, (কিনলে উল্টা অসংখ্য হেলিকপ্টারের উড়াউড়িতে আকাশ পথেও জ্যাম হতে পারে)।  ^:^

৪) যদি উপরের দুইটা সম্ভব না হলে MANGO জনতার যত গাড়ী আছে সব বন্ধ করে দেওয়া যাইতে পারে, এতে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো করে ভিআইপিরা নিজ নিজ গাড়ী নিইয়া কুতকুত খেলতে খেলতে আসা যাওয়া করতে পারবেন। 😊

৫) এরপরেও যদি কোনটাই যদি সম্ভব না হয়, প্রতিটি ভিআইপিকে ইলেক্ট্রিক সাইকেল দেওয়া যাইতে পারে, যাহাতে উনারা সাইরেন বাজিয়ে স্যাথ স্যাথ করে সকল জ্যাম এড়িয়ে দ্রুত যাতায়ত করিতে পারিবেন, এতে কিন্তু আরেকটা ভালো ফলও পাবেন আর রা হলো উনাদের শরীরে চর্বি বলে আর কিছুই থাকবেনা, সব ফকফকা হয়ে যাবে।  :D)

৬) একটু বেশিই দাম পড়বে, উনাদের বাড়ী, অফিস সব গুলোর নিচে ঢাউস ঢাউস মোটর লাগিয়ে সব কিছুই আকাশে তুলে দেওয়া যাইতে পারে, উনারা যা কিছু করবেন উপরেই করবেন, এতে উনাদের পা আর মাঠিতে পড়ে ময়লা হবেনা, সাথে সাথে উনাদের আবদারও রাখা হবে।

আপনারা সবাই একবার ভেবে দেখবেন প্লিজ।  :p

৫৯৮জন ৫৯৮জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ