কেউ কোলবালিশের পরিবর্তে অন্য কিছুর কথা ভাবেনি। ৩৩ বছর কাটল। কেউ কিছু ভাবেনি। ছেলেবেলায় এক দুষ্টমেয়ে কান্না থামিয়ে দিয়ে বলেছিল, তোমার ১৬তম জন্মদিনে এসে কোলবালিশটা বদলে দিয়ে যাব। তারপর কত জন্মদিন চলে গেল। সেই দুষ্টমেয়ে আর এল না। ২৫ বছর প্রতিক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলি বলেছিল, বড় হও দাদাঠাকুর! তোমাকে আমি শহরের [ বিস্তারিত ]