নাম সোনাই। ওর জন্ম কোথায় এখন আর ওর মনে নেই। বেঁচে থাকার তাগিদে এখানে এসে কাজ জুটিয়ে নিয়েছে। কোনরকমে পেটে-পাথরে বেঁচে থাকা! তার নিরানন্দ সময় পার হচ্ছিলো অন্যদের আনন্দে রেখে। সোনেলা একদিন এখানে এলো। জন্ম থেকেই সে মুগ্ধতায় জড়ানো সুন্দরী। মৎস্য পাচারকারীরা তাকে নিয়ে এসেছে এখানে। ওর-ও একই কাজ, মানুষকে আনন্দ দেয়া। কিন্তু এখানে এসেও [বিস্তারিত]