রাত তিনটে। পরপর তিনবার ঝাঁকুনিতে ঘুম ভেঙ্গে গেলো। প্রথমে ভেবেছিলাম সকালের ঝগড়া আর এখন অঘোরে ঘুমোচ্ছি। তাই পাশের জনের সহ্য হচ্ছে না বলেই হয়তো বিরক্ত করছে। তৃতীয়বার অনিন্দ্য জোরে ধাক্কা দিয়ে বললো, আমারা ভূমিকম্প হচ্ছে, ওঠো! আমি ধরমরিয়ে উঠেই দিলাম ভো দৌড়। সিঁড়ির গোড়ায় গিয়ে মনে হলো আর একজন তো নামেনি। পরে ভাবলাম গোল্লায় যাক! [বিস্তারিত]