পথটা দু’দিকেই যায়, সামনে কিংবা পেছনে। আমি বহুদূর হতে এরই উপর ভর করে এসেছি, ভেসে এসেছি। দু’চাকার বাহন আমাকে উড়িয়ে নিয়ে এসেছে এই এখানে।
এখানে? এটা কোথায়?
জানি না! জানা নেই।
কিংবা উত্তরটা হতে পারে- এটাই ঐ স্থান যেখানে ঠিক এই মুহূর্তে আমার থাকবার কথা। ঠিক এই মুহূর্তটাতেই আমার ভাবার কথা কেন আমি এখানে -এই নিয়ে। কোন ঘটনাই বিচ্ছিন্ন নয়, উদ্দেশ্যহীন নয়। প্রতিটা কাজ আর ঘটনার পেছনেই রয়েছে যুক্তিপূর্ণ আর অর্থবহ কোন কারণ, কোন উদ্দেশ্য।
আমার কোথায় যাওয়া উচিৎ?
সামনের দিকে? যার সম্পর্কে আমার কোন ধারণা নেই? নাকি পেছনের দিকে? যাকে ছেড়ে ছুড়ে ছুড়ে এসেছি এই এতদূর, এত ক্রোশ? আর যদি ফিরেই যাই, তবে কেন ফিরে যাবো? আছে কি কোন পিছুটান? ছিল কি কোন অপেক্ষা আমার জন্যে?
পিচ ঢালা পথ কি এক অদ্ভুত বিভ্রম তৈরি করে রেখেছে। দু’প্রান্ত হতেই হাত নেড়ে ডাকছে আমায়। আমি একাকী দুই বিভ্রমের মাঝে আটকে। এগিয়ে যাওয়া যায়, আবার যায় একই ভাবে পিছিয়ে আসা। একঘেয়ে জীবনকে বেঁছে নেয়া যায়, কিংবা যায় প্রতিযোগিতা করে বিপরীত স্রোতকে ঠেলে সামনে এগিয়ে যাওয়া।
ছুটতে আমাকে হবেই, এটাই নিয়তি।
দু’চাকায় ভর করা সহজ, সহজ ছুটিয়ে চলা।
যত সমস্যা তা কেবলই দিক নির্ণয়ে। তুমি কেবল একবারই তোমার দিক নির্দিষ্ট করতে পারবে, তারপর যতই চেষ্টা কর সেই নির্ণীত দিক হতে আর পিছু হটতে পারবে না….
১৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হুম। (y)
অলিভার
সময় নিয়ে লেখাটি পড়ার জন্যে কৃতজ্ঞতা -{@
মোঃ মজিবর রহমান
সুন্দর একটি লেখা তো পড়তেই হয় জনাব।
ইঞ্জা
শুভকামনা
অলিভার
ধন্যবাদ 🙂
জিসান শা ইকরাম
পথই পথের নির্ণয় করে দিক,
অলিভার
🙂 ভুল পথ নির্বাচিত না হয়ে সকলের জন্যে সঠিক পথটাই নির্বাচিত হোক -{@
আবু খায়ের আনিছ
পথ গেছে বেকেঁ পথের আড়াঁলে কোন সে দূর অজানায়, তবু মধ্যে পথে থমকে দাড়ালে মিলবে কি ঠিকানায়, পথেই পাবে পথের দিশা, পথেই যাবে কেটে অমানিশা।
গানটি শুনতে পারেন, অর্থবহ গান।
https://www.youtube.com/watch?v=b8sg3LYhnlI
অলিভার
পথেই পাবে পথের দিশা,
পথেই যাবে কেটে অমানিশা -{@
কৃতজ্ঞতা আনিছ ভাই চমৎকার গানটি উপহার দেবার জন্যে 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনি যে পথের কথা বলছেন তা একবারই এই পৃথিবীতে নির্ণয় হয় তার পর হয়তো আবারো পথের নির্ণয়।সুন্দর অনুভুতি -{@
অলিভার
গন্তব্য তো একবারই ঠিক করা যায়, বারবার সুযোগ তো পায় না কেউ।
ধন্যবাদ মনির ভাই -{@
লীলাবতী
ভাললেগেছে আপনার পথের ভাবনা অলিভার। নিয়মিত হওয়া যায়না সোনেলায়? 🙂
অলিভার
চেষ্টা থাকবে নিয়মিত হবার 🙂
নীলাঞ্জনা নীলা
আপনার পথের ভাবনার সাথে পথ চলার গান শুনতে পাচ্ছি।
ভালো যে লেখেন সে তো জানেনই।
অলিভার
“ভালো যে লেখেন সে তো জানেনই”
ইশ! এই কথাটা যদি নবম-দশম শ্রেণীতে থাকাকালীন সময় বাংলা স্যারদের বুঝাইতে পারিতাম :p
অনেক ধন্যবাদ নীলাঞ্জনা আপু, আপনারা প্রেরণা দেন বলেই এইসব হিজিবিজি নিয়ে হাজির হয়ে যাই 🙂