বিদেশি হিসাবে তাজমহলে প্রবেশের টিকেট বেশিই দাম পড়লো ভারতীয়দের তুলনায়, কাউন্টার দিয়ে প্রবেশ করে ভিতরের দিকে অগ্রসর হলাম আমরা তিনজন, সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীর জন্য শখ করে বানিয়েছিলেন এই তাজমহল যা আজও প্রেমের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখা যাচ্ছে তাজমহল তা অপার সৌন্দর্য্য বিলিয়ে যাচ্ছে। আসল প্রাঙ্গণে প্রবেশের আগে আরেকটি তোরন (গেইট) [ বিস্তারিত ]