বন্ধু তোমায় ছেঁড়া ঘুড়ি, রঙ্গিন বল এইটুকুই সম্বল আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা। বাজে বকা রাত্রি দিন অ্যাস্টেরিক্স টিনটিন এলোমেল কথা উড়ে যেত হাসির ঠেলায় সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে সবার অলক্ষ্যে তুমিও কি ছিলে হাওয়ায় হাওয়ায় হাওয়ায় হাওয়ায় বন্ধু তোমায় এ [ বিস্তারিত ]