কবিতা কে কি কারনে লেখে আমি জানি না!আমার মোমের আলোর কান্না যখন আমার বুকের উপর পড়ে ,আল্পনা আঁকে, তখন তোমরা বলো কবিতার আল্পনা।আমি একে বলি,'মোমের দহন-যন্ত্রনা'! যতদিন মোম শিখা হয়ে জ্বলবে ততদিন এই ভাবে বুকের বেলাভূমিতে মোমের কান্না-জল আল্পনার হৃদয় ছুঁয়ে যাবে। যে দিন মোমের শিখা নিভে যাবে,সেই দিন আমি হবো নিঃশেষ। পড়ে রবে শুধু [ বিস্তারিত ]