এখন বেলা তিনটা বেজে দশ ।অপেক্ষার প্রহর গুলো সবসময় দীর্ঘ ও বিরক্তিকর হয়।কিন্তু আজ কেন জানি আমার একটুও বিরক্ত লাগছে না।নীলা বলেছিলো সে আড়াইটায় আসবে।সে কখনো দেরী করেনা অন্তত এর আগে কখনো তার বিরুদ্ধে এরকম অভিযোগ করার সুযোগ পাইনি। আধা ঘন্টা লেট ।আমি পার্কে বসে আছি তো আছি। একসময় এই পার্কে ঘন্টার পর ঘন্টা সময় [ বিস্তারিত ]