পাড়ায় একটা চোর ধরা পড়েছে। কয়েকটা মাস্তান টাইপের ছেলে চোরের দফারফার কাজে ব্যস্ত। মদনা নামের এক মাস্তান বলল- ক- বেটা চুরি করছস কেন? আমি চুরি করি নাই ভাইজান! চুরি করস নাই ! তাইলে ঐ বাড়িতে ঢুকছিলি কেন? আমি চোক্কে কম দেহি, ভুল কইরা ঢুইক্যা পরছি। চুপ কর বেটা মিথ্যাবাদী। চুরি কইরা আবার মিথ্যা কথা, একটা [ বিস্তারিত ]