ঘোর অমাবস্যা, তারমধ্যে ঘড়ির কাটায় বারোটা বেজে পনেরো মিনিট। লালমোহন শালুক কাপড় পরে তৈরি হচ্ছে বাগানবাড়ির অশ্বত্থ গাছের নিচে বসে তার জামাইবাবুকে নিয়ে প্লানচেটের মাধ্যমে ভূতপ্রেতের আবাহন করতে। চারদিক জুড়ে অন্ধকার নেই আকাশে তারারত্নের আনাগোনা। পুরো শহর ঘুমঘোরে আচ্ছন্ন। হরিবাবু ভিন্ন রঙের রঙ দিয়ে আবাহনী দাগ টানছেন। লালমোহন প্লানচেটের আবাহনী শুদ্ধতার মন্ত্র দিয়ে পবিত্র করছে। [ বিস্তারিত ]