ফোনের রিংয়ের শব্দে ঘুম ভাঙলো রুদ্রর, হাতড়িয়ে ফোনটা নিলো সাইড টেবিল থেকে, চোখ পিটপিট করে দেখার চেষ্টা করলো কার কল, আননোন নাম্বার মনে হলো, এরপরেও রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বললো, হ্যালো। ভাইয়া আমি সুমি, ঘুমাচ্ছো? না ঘুম ভেঙ্গে গেছে, তোরা ঠিক মতো পোঁছেছিস? হাঁ ভাইয়া, সকাল থেকে বাসাটা ঘুচিয়ে নিচ্ছিলাম, ল্যান্ডফোন লাগলো সন্ধ্যায়, ভাবলাম [
বিস্তারিত ]