গভীর নিশীথে ঝরে ধড়ফড়ে দু’চোখের জল ডাকলেই ছেঁড়া প্রীতি, হারানো দিনের কথা জানি তোর কাছে শুধুই বেসুরো আজ তাল হারা শকুনের গীতি। কেনেই হবে না বল চিত্তের চাওয়া যে তোর অসীম বৈভব, অথচ ছিলাম পাশে কতো বোকা আমি বাঁধনের বুকে সেচে হা-ভাতের ভীরু কলরব। আঘাত করলি তাই, দ্বিধাহীনে না ভেবেই থাকতেও পারে জেগে ঘর্মাক্ত ও’ [ বিস্তারিত ]