হায় রে আমরা কি উল্টো পান্ডে ও দেখিকে স্বাধীনতার উল্লাস আর আমার বুকে বুলেটের রক্ত নদ! কি বিবেক শূন্যময় আকাশ; কোনদিন জাগ্রত হবে না? একটি প্রশ্ন, ভাবনার অন্তরায় বয়ে যায় হাজার নদ নদী খালবিল। ধিকার জানাই ঐ হায়নাদের; উত্তরসূরিদের কথায় ভাবলে কবিতার লোম ঘেমে বৃষ্টি ঝরে সত্যই আহত, আমরা শোকাবহ অথচ নিজ রক্তশিরায় বিদ্বেষী মনোভাব [ বিস্তারিত ]