অনেক কথা থাকে বলার, অনেক কথা আছে শুনার, মনে হয় রাতের পর রাত কিম্বা দিনের পরে আসুক দিন কথা যাবে ফুরিয়ে, সময় যাবে হারিয়ে, পাতার পর পাতা, ভরে যাবে হৃদয়ের আকুলতায়, ভরবে না মন, ভরবে না হৃদয়ের আকুতি। তারচেয়ে....... চোখে রাখো চোখ, হৃদয়ের কথা হোক চোখে, প্রেয়সীর ওই চোখের পানে চেয়ে কাটিয়ে দিতে [
বিস্তারিত ]