(3 আমি তোমার সুন্দর মুখখানিকে ভালবাসি না ভালবাসি না সুন্দর ওই চোখ দুটোকেও, ঘনকালো চুল কিংবা ওই মিষ্টি হাসিকেও নয়। আমি তোমায় ভালবাসি। তোমার ওই মিষ্টি মুখখানা যখন বয়সের ছাপে কুচকে যাবে। হরিণী চোখদুটো ঝাপসা দেখবে, সাদা চুলগুলো আচড়াতে আচড়াতে যখন তুমি আমার দিকে চেয়ে ফোকলা হাসি দিবে আমি তখনও তোমায় ভালবাসবো…। আমার দেহে থাকবেনা [ বিস্তারিত ]