এ জন্মটা তোমাকেই উৎসর্গ করেছি, করেছি জন্মাধিক সত্যি প্রিয় ভালোলাগা ভালোবাসায় । হৃদয়ের কাছে শাদা নীলমনি ফুল, অনুভবে ফুটেছো তুমি সমস্ত আবেগ মিশিয়ে । আগামী কোনো জন্মে মনুষ্যজন্ম পেলে তোমার অভাবিত সুন্দরকে প্রদক্ষিন করার বরই চেয়ে নেবো আমি ; মঞ্জুরিত বসন্তদিন বরাদ্দ নাও হয় যদি । কী চাইবে তুমি ? মৃণালের শীর্ষে পদ্ম নাকি শতবর্ষী [ বিস্তারিত ]