তাচ্ছিল্য আর ভর্ৎসনায় উৎক্ষিপ্ত অগ্নুৎপাতে জ্বলছে শরীরের আমাজন, যুগপৎ প্রবৃদ্ধি অর্জন করেছে রেইন ফরেস্ট খ্যাত মন! সাংঘর্ষিক বক্তব্যের ব্যখ্যা নেই জানি, তবুও দিনশেষে বঞ্চিত বুকের বাঁ পাশে সংবহনতন্ত্র সহ বাকীরা সামিল নিজ নিজ কাজে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বলে বেঁচে আছি। এককালে হয়তো সত্যি না হলেও স্বপ্নীল আবেশে, কলা পাতা সবুজ শাড়ির আঁচল ছেড়ে হারিয়ে গেছিলাম [ বিস্তারিত ]