নারী --- ক্লান্তহীন দেহ,আর অনন্ত মন, তুমি হাসনাহেনা, আধারে দুতি আর সুগন্ধি ছড়াও, আলোতে চুপ, কখনও লজ্জাবতি, কখনও বা লজ্জাহীনা, তুমি নাগিনী, তুমি উর্বশী, তুমি যোগিনী, তুমি ধরনী।। তুমি অচেনা জগৎ ---- কাকে কি দাও, আর কতটুকুই বা দাও, কেনইবা দাও, তুমিই তা জানো। ভালোলাগা, ভালোবাসা, না কি প্রয়োজন? কোনটা তোমার? তুমি কে,তুমি কার,তুমি [
বিস্তারিত ]