ইহাই সত্য

অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৬ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ০১:০৬:২৩অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

পাপ করা সহজ

পুণ্য করা কঠিন।

অসত্যের পথে বাঁচা সোজা

সত্যের পথে বাঁচা শক্ত।

যে ইহজগতে মিথ্যা ভালোবাসে

সে পরলোকে গিয়ে জাহান্নামের আগুনে কাঁদে।

যে ইহজগতে সত্য ভালোবাসে

সে পরলোকে গিয়ে বেহশতের সুগন্ধী ফুল হয়ে জন্মায়।

৭০৩জন ৬৫০জন

২টি মন্তব্য

মন্তব্য করুন