নীল আকাশের বুকে, কসাঁই দ্রোপদীর সতীপর্দা কাঁটে, পাতে সারা আকাশ জুড়ে সামিয়ানা! কোথাও কোনো রোদের দেখা নেই, রোদ খায় মেনিনজেশের তলায় লুকিয়ে থাকা এক ঢেবা পোকা! উস্কো- খুস্কো মাথা চুলকে চুলকে চোখদূটির পীতবিন্দু মডার্ন কবি ধারে দিয়েছে মাকড়সার ফাঁদে সেই আদিকাল থেকে,চক্রবৃদ্ধিতে সকালে বিলিয়নডলার, চায়ের কাপে আর লাল কার্পেটে বেশ কুড়মুড়ে খাস্তা শকুন্তলার লোনা জল! [ বিস্তারিত ]