ফুলের রাণী ফুল কুমারী গোলাপ বাগে ফোটে, সৌরভ পেয়ে ভ্রমর সবে গুনগুনিয়ে ছোটে। গোলাপ আছে গোলাপ বাগে কত রকম ছবি, গোলাপ দেখে যুগে যুগেই কবিতা লেখে কবি। গোলাপ গাছে প্রচুর কাটা মালিই শুধু জানে, মধু খেয়েই ভ্রমর ঘুরে ফুলের পানে পানে। ফুলের প্রেমে অলির গানে মুগ্ধ করে সবে, ফুলের কালে নতুন রুপে বিশ্ব সাজে [ বিস্তারিত ]