সু কাজের ক্ষেতে যদি বাঁধা জেগে নিরবধি জ্ঞাতির হৃদয়ে হয় সুখে উল্লাসী, মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’ হিংসা বিবাদ হোক মানুষেরই ধন, পারে কি কাড়তে ওরা সুবোধের পণ? জেনে ক’টা মনোরথ সাজালে কাঁটায় পথ সুহৃদের মুখে গড়ে সংশয়ী হাসি, মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’ কখনো বিবেক নয় কেউটের জাতি, হলে কি ধরণী পেতো [ বিস্তারিত ]