লেখাটি পড়েছি গতকাল। পড়ার পর থেকেই লেখাটি সোনেলায় শেয়ারের জন্য ব্যকুল হয়ে যাই। কিন্তু লেখকের অনুমতি ব্যতীত লেখাটি প্রকাশে আমার মন সায় দিচ্ছিল না। আর এমন গুরুত্বপূর্ণ একটি লেখা প্রকাশে লেখকের অনুমতি অবশ্যই প্রয়োজন, সোনেলার নীতিমালায় বলা আছে 'কপি পেস্ট নিষিদ্ধ।' আজ সন্ধ্যায় লেখকের সাথে ফেইসবুকে আলাপ হয়েছে। উনি সানন্দে রাজী হয়েছেন সোনেলা ব্লগে এই [ বিস্তারিত ]