বিশ্ব সন্মান জনক স্থানে বাঙ্গালীরা বহুবারই বসেছেন।বাংলাদেশ দেশ স্বাধীন করতে বঙ্গবন্ধু পুরো বিশ্বকে জাগিয়ে তুলেছিলেন। তার সংগ্রামী স্বাধীনতার ভাষন পুরো বিশ্বে এক বিষ্ময়কর। মাতৃ ভাষার জন্য আত্ম ত্যাগ পুরো বিশ্বে একটি বিরল ঘটনা। যা এখন বিশ্ব স্বীকৃত আন্তজার্তিক মার্তৃ ভাষা।বাঙ্গালী ভাবতেই গর্বে আমার বুক ফুলে যায়। সেই বাংলা ভাষাবাসী মানুষদের কৃতিত্ব আমাকে মোহিত করে।বিশ্বের যে [ বিস্তারিত ]