রেগে গেলে মানুষ কি করে?? চুল ছেড়ে, এটা ভাঙে,ওটা ফ্যালে,কান্নাকাটি করে, চিৎকার করে,গালাগালি করে, মারধর করে—আর কিছু কি করে?? করতে পারে মানুষ খুবই বিচিত্র প্রাণী । নিজেকেও মানুষ হিসাবেই জানি,জদিও মনের মধ্যে একটা নামানুষ ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে জেগে ওঠে,আর তখন......। আজও বলতে পারলাম না। যদি বলতে পারতামই তাহলে মনে হয় ভিতরের নামানুষটাকে আজ গলা [
বিস্তারিত ]