ছেলেধরা গুজব দেশজুড়ে এখন চরম আতংকের নাম। শিশুচোর বা ছেলেধরা গুজব আর সন্দেহের বশে নিরীহ মানুষকে গণপিটুনি দেয়া এবং এরই মধ্যে অনেকের প্রাণ হারানোর খবর এখন আমাদের দেশের জনমনে এক ভীতিকর অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছে। পদ্মা সেতুতে মাথার প্রয়োজন এমন গুজবে দেশজুড়ে আতঙ্কের নাম এখন গণপিটুনি। মাছ বিক্রেতা, স্কুলে মেয়েকে পড়ানোর জন্য তথ্য খুঁজতে গিয়ে [ বিস্তারিত ]