সারা পৃথিবীতে সপ্তম ভাষা হিসেবে স্থান পেয়েছে আমাদের বহু প্রাণের বিনিময়ে অর্জিত মাতৃভাষা 'বাংলা'। নিঃসন্দেহে এটি আমাদের প্রাণের ভাষার একটি গৌরবজনক অধ্যায়। আমার এক ফেসবুক বন্ধু লিখেছিলেন," পৃথিবীতে মোটামুটিভাবে মানুষের সমাজে সাত হাজার কথ্যভাষা আছে। দু’হাজারটি এমনও কথ্যভাষা রয়েছে, যেসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এক হাজারেরও কম। একটা শঙ্কার কথা হচ্ছে, প্রতি চৌদ্দদিনে একটি [ বিস্তারিত ]