যাবার যখন সময় হবে! যখন ছাড়তে হবে সবই; যেভাবে এসেছিলাম.. যেতেও হবে সেভাবেই, তবে আর থাকবে কেন তাম্রপাতায় প্রতিলিপির অক্ষর? তামাম স্মৃতীর বোঝাপাট্টা গুটিয়ে নিয়ে নিজ হাতে জ্বেলে দিয়ে পোড়ানো আগুন! মুছে দিয়ে যাবো কখনো ছিলাম কোথাও। না তোমার অস্তিত্বে, না তোমার ছায়ায়, না তোমার স্মৃতির ফুলদানীতে। কোথাও রবোনা যখন ; থাকবো না মনেও তোমার। [ বিস্তারিত ]