একদিন সন্ধ্যায়.... তা একদিন সন্ধ্যায় বার বার তাকাচ্ছিলে কেন? : শুকতারা উঁকি দিতে কত দেরি! তাই ভেবে পড়ছিলো চোখ বাঁকা পথের কিনারে ও পথের ধারে ফুটেছিল যে, আকাশের বাঁয়ে ছুটেছিল যে চিন কি তাহারে? : পথের বাঁকে ঝোপের পাশে থেকেছিলো বুনোফুল, তাহারে চিনিতে হয়নি তো মোটে ভুল! আকাশের সিঁড়ি নেমে আসেনি বলে, থেকেছি চেয়ে নিমিষের [ বিস্তারিত ]