চোখ বুজলে স্পষ্ট হয়ে ওঠে সবুজ বিস্তীর্ণ অরন্য, শুনতে পাই বঙ্গোপসাগরের সেই আকুল করা ঢেউ এর গর্জন, যেন কেউ মিষ্টি সুরে বাজাচ্ছে কোন এক নাম না জানা বাদ্য! চোখ বুজলেই হারিয়ে যাই ওই নীল আকাশের মাঝে, ইচ্ছে করে সাথী হয়ে উড়ে যাই ওই নজরকাড়া সাদা রঙের বকপক্ষীদের সাথে, দূরের কোন দেশে। চোখ বুজলেই ফিরে চলে [ বিস্তারিত ]