(সত্য ঘটনা অবলম্বনে), শেষ পর্ব: দর্শকদের থেকে একজন লোকটিকে বলল- তোমাকে কে উদ্ধার করেছে তাকে জানো তো? সে ক্ষীণ কণ্ঠে বলল- জানি। ঐ লোকটি আবার বলল- তাহলে দেখাও তো এখান থেকে কে সেই উদ্ধারকারী। আমার গায়ে তখন বাদামী রঙের একটা হাতা গেঞ্জি এবং পরনে রিলিফের লুঙ্গি। মাথার চুল এলো মেলো ভাবে কপালের চার পাশে ছড়িয়ে [ বিস্তারিত ]