এক. নদীর পারে একটি নৌকা বাঁধা। রাতের অন্ধকারে নৌকার ভিতরের চার্জার লাইটের আলোয় গোল হয়ে বসে আছে কয়েকজন। এদের মধ্যে সর্দার টাইপের একজন কি যেন বলছে আর বাকিরা শুনছে। শুন কেরামত! তুমি তোমার কাজ কিন্তু ঠিক মত কর নাই। কোন কাজ বস! বেকুব মহা বেকুব। এখনো বুঝ নাই। না বস! তুমি বর্না না ঢল মাইয়াটারে [ বিস্তারিত ]