সেই একদিন----- সেই একদিন তুমি এসেছিলে! সেই একদিন তুমি বলেছিলে! সেই একদিন তুমি সন্ধ্যার মুখে প্রদীপ জ্বালিয়ে মনের পিপাসা মেটাতে হৃদয় উজাড় করে দিতে! তুমি এসেছিলে! আজও মনে পড়ে সেই ভীতু চাউনি ! নরম আলিঙ্গন ! সেই শিউ রে উঠা প্রথমবার! তারপর সেইদিন কেটে গেল এক ঝাঁক বন্দী পায়রা উপর দিয়ে উড়ে গেল মনে হল [ বিস্তারিত ]