ভালো আছি বলি কিন্তু ভালো নেই! ভিতরে হতাশার জং লেগেছে তাজা দীর্ঘশ্বাস ভালোবাসা বিলীন হয়ে এখন কুয়াশা! চোখে উদ্বেগের কালি সারা দেহে ধূলির ঝড় হৃদয়ে গোলযোগ কোলাহল আর মিছিল বিক্ষুব্ধ শ্লোগান আর হরতাল ব্যস্ততা ছেড়ে পথচারী থমকে আছে! অনাহারী, দুর্ভিক্ষের মুখ আমি! ভিতরে উন্মাদনা,অস্থিরতা! ভালো আছি বলি কিন্তু ভালো নেই!