ভোর পাঁচটা,রাতের ট্রেন ষ্টেশনে থামল। ট্রেন থেকে নেমে এলো অনু, বাহিরে তখনও হালকা অন্ধকার, টিপটিপ বৃষ্টি হচ্ছে। ষ্টেশন হতে বাড়ির দুরত্ব এক কিলোমিটার, গ্রামের পথ ধরে হেঁটে যেতে হবে। রেইনকোট ও সাথে নেয়। মোবাইল,Laptop না থাকলে বৃষ্টিতে ভিজে বাড়ি যাওয়া যেত। একটু অপেক্ষা করি হয়তো বৃষ্টি থামবে। ওয়েটিং রুমের চেয়ারে গিয়ে বসে মোবাইলে রেডিও অন [ বিস্তারিত ]