তুমি এলে,রুপ এলো,ভালবাসাও পাখা মেলে ধরল।ধীরে ধীরে এলে কাছে থেকে আরও কাছে।কত সুখ,কত দু:খ,কত ঝামেলা দুজনে বুঝে নিলাম। তুমি বলতে আমি শুনতাম।কষ্টের পাহাড় কমিয়ে দিতাম তোমার। ছোট্ট থেকেও ছোট্ট কথা না জানালে তুমি থাকতে পারতে না। তখন আমি ভালবাসার রং এর ডানায় ভেসে বেড়াতাম। কতই না ভালবাস তুমি আমায়।কিন্তু এক সময় হয়ত তুমি উপলব্ধি [ বিস্তারিত ]