পাশের বাসার দোপাটিকে চিনো? চিনো না? আরেহ, ঐ যে, ঐ মেয়েটা। হাসলেই গালে টোল পড়ত যার। মেয়েটা হঠাৎ কথা বন্ধ করেছে! সাথে হাসিটাও। গভীররাতে একাই হাঁটত ছাদে। শুনেছি প্রতিরাতেই নাকি সে কাঁদে! একবার গল্প হয়েছিলো তার সাথে। হাসতে হাসতেই বলে দিলো, একটা খুন করবো! চমকে গিয়েছিলাম খুব। সাহস হয়নি আর কথা বলার। তারপর থেকেই পাশ [ বিস্তারিত ]