
আর কত গভীরতায় টেনে নেবে শ্বাসের শব্দ জপ!
একান্ত গোপন কাছাকাছি,জানি না হৃদয়
কত কাছে জমে আছে সেই স্তব্ধ সংলাপ?
সেই পরিশিষ্ট স্মৃতি তাপ,কখনো ঈষৎ সঙ্কেতে
তার মৌনতা ভাঙে–কখনো হু হু হওয়ায় হৃদি কাঁপ
তরল প্রবণতা ছুঁয়ে থাকে সেই হাত–
যত দুরে সরে যাও কেন তত খানি ঘন হয় শব্দ তাপ?
৬৪১জন
৬৪১জন
১৪টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
কবিতা ভালো, অনেক ভালো তবে বানানের দিকে আরেকটু নজর দেয়ার অনুরোধ রইল।
তাপসকিরণ রায়
বানান কি কি ভুল বলে দিলে শুধরে নেব নিশ্চয়?ধন্যবাদ।
খসড়া
🙂
তাপসকিরণ রায়
আমার অনেক দিন আগের লেখা কবিতা।নতুন কবিতা হিসাবে লেখা।আমি এক লেখা কখনও দুই ব্লগে পোস্ট করি না।আপনার ভাল লেগে থাকলে ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
(y) আড্ডায় মিস করেছি দাদাকে।
https://sonelablog.com/archives/8587
তাপসকিরণ রায়
আড্ডায় সময় নিয়ে আসবো–সময় না নিলে আড্ডা জমানো যায় না।ধন্যবাদ।
জিসান শা ইকরাম
ভালো লেগেছে ছোট কবিতা ।
শুভ কামনা ।
তাপসকিরণ রায়
নিয়মিত আমার লেখা পড়ার জন্যে ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
সুন্দর শব্দ ‘শব্দ তাপ’ ।
জেনে ভাল লাগল আমরা আপনার ‘ভার্জিন’ লেখা পড়ছি ।
তাপসকিরণ রায়
কবিতা ভাল লেগেছে–শুনে খুশি হলাম–ধন্যবাদ রইল।
তন্দ্রা
(y)
তাপসকিরণ রায়
(9)
শুন্য শুন্যালয়
খুব ভালো লেগেছে কবিতা … (y)
তাপসকিরণ রায়
মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।