তাপ

তাপসকিরণ রায় ২৪ নভেম্বর ২০১৩, রবিবার, ০৬:৪৭:১২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

সূর্য তাপ

আর কত গভীরতায় টেনে নেবে শ্বাসের শব্দ জপ!

একান্ত গোপন কাছাকাছি,জানি না হৃদয়

কত কাছে জমে আছে সেই স্তব্ধ সংলাপ?

সেই পরিশিষ্ট স্মৃতি তাপ,কখনো ঈষৎ সঙ্কেতে

তার মৌনতা ভাঙে–কখনো হু হু হওয়ায় হৃদি কাঁপ

তরল প্রবণতা ছুঁয়ে থাকে সেই হাত–

যত দুরে সরে যাও কেন তত খানি ঘন হয় শব্দ তাপ?

 

৬৪১জন ৬৪১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ