রঙধনুর ঘোর

খাদিজাতুল কুবরা ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ০৩:৫৪:৪৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

কবিতার লাইন কেটে গেছে সেই থেকে,

যখন জেনেছি অবশেষে আমার ভেতর এক নিষ্ঠুর প্রস্তরখন্ড বসতি গেঁড়েছে।

গদ্য,পদ্য ও ছন্দ নিয়মিত বদলায় দৃশ্যপট,

বাহুমূলে কতোবার ফিরে আসে যায় সেই একই রঙধনু,

আমি ফিরে দেখি আবিরের স্মৃতিঘেরা প্রণয়!

খুব একটা সুখকর নয় তা, জলের ঝিকঝিক প্রতারণা বালিয়াড়িময়।

সকালগুলো আসে অমোচনীয় কালোদাগ হাতে,

মৃত্যুর মত দেখতে সূর্যটাকে; ইচ্ছে করে মুখের উপর ছুঁড়ে মারি, যদি সত্যি থাকেন কেউ মহাশক্তিধর!

প্রজ্জ্বলিত হয়ে বেঁচে থাকে লাভা আপন স্বভাবে,

কিন্তু আমি যে হিমালয়া!

বদলে গেছে সব ধারা-উপধারা, বোধের গভীরে গুপ্তচরের ইশারা!

কালবৈশাখী আসে যায় নিত্য হিমের দেশে,

বড় অনিয়মের কবলে আমার শান্তশিষ্ট পৃথিবী।

এখন শুধু দেখে যাই,

একফোঁটা ঘুমের হাহাকারে রাত কত বিভীষিকাময়?

দুপুরগুলো নিঃস্ব প্রায়,অন্তঃস্থিত অস্তিত্বে অগোচরেই নিড়ানি খোঁচায়,

বিকেলগুলো খুব লাস্যময়ী ; যার মুখে হাসি বুকে বল,নিউরনে ঘুমায় ক্ষুধার্ত শিশু!

এমন নিদারুণ হাওয়াহীন পাল বয়ে যাওয়া প্রহসন বৈ কিছু নয়!

তবুও দিনশেষে আকুতি ঝর্নার মত ঝরে,

যদি কৃষ্ণচূড়া ফোটে ঘনঘোর অমানিশার ঠোঁটে!

সবশেষে ঝরা বকুল রোজ শুকায় বুকের ভেতর,

জীবনের রুঢ় সত্য ক্ষনে ক্ষনে মনে করিয়ে দেয়, সে এক ক্ষনিক রঙধনুর ঘোর!

৬১৬জন ৪০৮জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ