
পৃথিবীতে জন্ম নিয়ে দেখেছি মায়ের মুখ
কান্না পেলেই আদরে বাবা ভরিয়ে দিতো বুক।
আমার হাসি আমার খুশি বাবার চোখের মণি
আমাকে বাবা আদর করে ডাকতো মামনি।
আমার আবদার, আমার আহ্লাদ মায়ের বকুনি
বাবা মাকে ধমক দিয়ে থামিয়ে দিতেন তখনি।
স্কুলে যখন ভর্তি হলাম
বাবার কোলে বসে স্কুলে যেতাম।
জীবনে যত আবদার করেছি সবই বাবা পূর্ণ করেছে হাসিমুখে ।
কখনোয় তিনি বুঝতে দেননি হাজার অভাবে,দুঃখে।
আমার যেদিন বিয়ে হলো বাবার প্রেসার ২০০ হলো।
চোখে তার পানি আর মুখে ছিল হাসি
বললো, মাগো তোকে যে বড্ড ভালোবাসি।
আমার যেদিন ছেলে হলো
বাবা বললেন, আমার আদরে ভাগ বসালো।
এতো আদর ভালোবাসা,এতো স্নেহ- মায়া
বটবৃক্ষ বাবা তুমি, আমার আসল ছায়া।
বাবা
৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাবা মা জীবিত অবস্থায় সত্যই এক বটবৃক্ষর ছায়া
অনেক শুভেচ্ছা রইল কবি আপু ————
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ দাদাভাই
রোকসানা খন্দকার রুকু
বাবা মা ছাড়া আপন আর কে হয়। আর মেয়েরা সবচেয়ে কাছের হয় বাবার। যা সবসময় অপূরনীয়।।।
শুভকামনা, ভালোবাসা ও দোয়া সকল বাবাদের জন্য।
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ আপু
মোঃ মজিবর রহমান
বাবা আর মায়ের তুলনা কোন বিনিময়ে হইনা।
ফারজানা তৈয়ূব
ঠিক তাই
বোরহানুল ইসলাম লিটন
বাবার মতো ছায়া
আর) মায়ের মতো মায়া
এ জগতে আর দ্বিতীয়টি নেই!
যার হারিয়ে যায় সে ঠিক হারে হারে বুঝে যায়!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ, শুভকামনা রইল
হালিমা আক্তার
সকল বাবা মায়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।