
বিশ্ব জুড়ে হাওয়া বইছে
নিয়মিত পৃথকিকরণ
শুকনো পাতা ঝরে পড়ে
নতুন পাতায় প্রকৃতি বরণ ।
এ হাওয়া জড়িয়ে গা বাসালাম
আমিও আজ বেশ
নিজের কাছে নিজেই হলাম
প্রায় নিরুদ্দেশ ।
খুঁজে না কেউ, বুঝে না কেউ
ঝরা পাতার কান্না
এই আছি, এই নেই জীবনের
খতিয়ান টা টান না ।
মিলে, অমিলে ভুলে ভরা
হিসাবের জের
অভিপ্রায় থেকে যায়,শুধরাবার
আসি যদি ফের ।।
রচনা কাল ঃ ২৪/০৮/২০২২
ঢাকা
৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর উপলব্ধিকর কবি দা
অনেক শুভ কামনা রইল
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই 🌹❤️
অনেক শুভ কামনা
মোঃ মজিবর রহমান
জিবনের চিরুনি দিয়ে বুঝালেন কামরুল ভাই।
কামরুল ইসলাম
চেস্টা করেছি মাত্র ভাই ❤️🌹
শুভ কামনা সহ ধন্যবাদ ।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা রইল।