ভাদ্ররী মেঘলা আকাশ
বর্ণ চূড়ায় বিষাদের অনল
তবু পুড়ছে না মাটির মন
ভাদ্ররী মেঘলা আকাশ;
এই সরিষা ফুলের মাঠ
এতো বর্ষায় ভাসছে পাপড়ি
অথচ বৃষ্টির আনন্দ নেই;
যত সরিষা ফুলের মাঠ!
মেঘ শূন্য আঁধারে আর্তনাদ
ঘন রাতদুপুরে সর্বনাশ-
স্নিগ্ধ ভোরে অক্লান্ত ঘাস!
বলো কে বায় বাতাস?
০৮ ভাদ্র ১৪২৯, ২৩ আগস্ট ’২২
৫৫৫জন
৫০০জন
৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সবই প্রকৃতির খেলা মহান স্রষ্টা যাহা চাই তাহাই হবে।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা অরেক শুভ কামনা রইল
ভাল ও সুস্থ থাকবেন——
বোরহানুল ইসলাম লিটন
বিবর্ণ প্রকৃতি কবি দা!
শুভ কামনা জানবেন সতত!
আলমগীর সরকার লিটন
জি কবি দা অরেক শুভ কামনা রইল
ভাল ও সুস্থ থাকবেন——