
যেভাবে থাকি না আমি
হে মোর হৃদয় যামী
রোদন র’লেও জেগে পাঁজরের দোরে –
তোমাকেই যাবো তবু স্মরে!
কাঁদনে সিক্ত হলে অভাবী কাঁকাল,
ভাববো নিজেকে এক রঙিলা মাকাল!
অসুখী হোক এক মতি
তাতেও নেই গো ক্ষতি
না হয় থাকবো বেঁচে আজীবন মরে –
তোমাকেই যাবো তবু স্মরে!
সতেজ করতে যতো তিয়াসীর ভূমি,
নীর হারা মেঘে হবো যদি চাও তুমি!
লুকিয়ে খাঁচার আশা
চষে যাবো ভালোবাসা
নিশুতি নিশীথে জাগা শশী বুকে ধরে –
তোমাকেই যাবো তবু স্মরে!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
ফারজানা তৈয়ূব
সুন্দর লেখা
বোরহানুল ইসলাম লিটন
ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিমা আক্তার
চমৎকার কবিতা। এভাবেই যেন অন্তর্যামী কে স্মরণ করা যায়। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
আলমগীর সরকার লিটন
সুরকণ্ঠ শুনতে চাই কবি দা
অনেক শুভ কামনা রইল——-
বোরহানুল ইসলাম লিটন
আমি বিপদগ্রস্থ মানুষ কবি দা,
নইলে গেয়ে শুনাতাম।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।