
ছোট বেলায় জামা প্যান্ট চেয়ে ঈদের আগে না পেলে
ভীষণ রাগ করতাম বাবার উপর,
ভাবতাম পকেটে অগণিত টাকা রেখেও বুঝি দিলো না।
পরীক্ষার ভালো রেজাল্ট নিয়ে বাড়ি ফিরলে
রকমারি দাবির অন্ত থাকতো না,
শুনতে শুনতেই হাঁপিয়ে উঠতেন তিনি।
তারচে’ বেশী জ্বালাতন করতাম মাকে –
”আর ক’টা দিন বাদেই জাম গ্রামের মেলা
এবার কিন্তু তুই আঠারো টাকা দিবি আমাকে।
ইসলামগাঁথী মহররমের মেলার দিন
পিপলু শিপলুকে টাকা দিয়ে আমাকে যে বলবি
’সেদিনই তো দিলাম’ তা কিন্তু চলবে না!”
এহেন কথা বলতে বলতেও চুপ করে টাকা নিতাম
আঁচলের গিট্টু খুলে।
আজ বাবা নেই মা আছে, তবে সে অনেক বৃদ্ধা!
আমারও বয়স হয়েছে যথেষ্ট,
তবুও দু’জনেরই উপর করি অভিমান খুউব!
আর সর্বাধিক অভিমান করি আমার বিধাতাকে ডেকে
কারণ, আমি জেনে গেছি –
’ক্ষরণ আর মরণের পাশে তিনিই সবচে’ নিকটতম দরদী!’
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ স্মৃতিময় প্রকাশ কবি দা ভাল থাকবেন—-
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
নার্গিস রশিদ
একটা দীর্ঘ নিশ্বাস পড়লো অজান্তেই। বাবা/মা থাকেন না। আমরাও চলে যাবো । এই ভাবে দুনিয়া চলছে। শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিমা আক্তার
হুম। বাবা মায়ের চেয়ে আপন আর কেউ নেই। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
তৃপ্ত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সাবিনা ইয়াসমিন
মা বাবা যতদিন বেঁচে আছে/থাকে ততোদিন-ই সন্তানের আদর থাকে। কোন একজন চলে গেলে আদরের সন্তান তখন থেকে কেবল মানুষ হয়ে যায়। অনুভব করে মৃত মা/বাবার মতো নিজেও একজন মরণশীল মানুষ.. নিয়তির কাছে অসহায় একজন মানুষ।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পাঠে অশেষ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!