আজকের খোকা (ব্যঙ্গ)

বোরহানুল ইসলাম লিটন ২৭ জুলাই ২০২২, বুধবার, ০৬:২৩:৫০পূর্বাহ্ন ছড়া ৮ মন্তব্য

স্মার্ট ফোন হাতে বললো খোকা
বসে মায়ের কাছে,
তোমায় নিয়ে দূর যে যাবো
দিন কি তেমন আছে!

যায় কি দেখা চাইলে মাগো
আস্তাবলে ঘোড়া!
থাকতো যে ধুল রাস্তা ঘাটে
আজ তা কালের জরা।

ডাকুর যে দল বলতো রাতে
হারে রে রে বামে?
ওরা তো মা চ্যাটিং করে
এমবি কিনে চামে।

বলছি কি তাই নাও না ও মা
ফোনটা রেখে মাঝে,
গেম খেলি রোজ দু’জন মিলে
নিত্য সকাল সাঁঝে!

ছবিঃ নেট থেকে।

৪১৮জন ৩১৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ