
আজ আমার মন ভালো নেই
শৈশবে নিশ্চিন্তে; ভালোই ছিলাম,
কৈশোরে সবার সাথে মজা; নিতাম
যৌবনে হেলায় ফেলায় জীবন কাটালাম,
পড়ন্ত বেলায় ভাবি, একি করিলাম !
তাই আজ আমার মন ভালো নেই।
আজ আমার মন ভালো নেই
গিন্নী বলে,খাবে কি! বাজারে যাও,
বাজারে আমি ঠিকই গেলাম-
শূন্য পকেটে ফিরেও এলাম,
তবু গিন্নীর হুংকার-
কি এনেছো ? আর কই? চাল তেল পিয়াজ ?
বুঝাবো কি করে তাকে,
বাজার দরে যে-ক্ষণে ক্ষণে আগুন লাগে।
আজ আমার মন ভালো নেই
আয়ের চেয়ে ব্যায় বেশী,
ছেলে মেয়ের আবদারের পেটে মারি লাথি!
ঋণ করে মাস হয় চলা!
বেতন হাতে এলে,
ঋণ পরিশোধেই পকেট ফাকা।
আজ আমার মন ভালো নেই
প্রতিদিনের পত্রিকায় নিউজ দেখি,
হাজারো কোটি টাকা বিদেশ পাচার!
করে কারা?
এসব প্রশ্ন করতে মানা-বলতে মানা!
বললেই নিশ্চিত হবে আমার জেল জরিমানা।
আজ আমার মন ভালো নেই
উন্নয়ণে ভাসছে দেশ
মাথা পিছু আয় বেড়েছে বেশ
নেতাদের বক্তৃতা লাগে যেনো বেশ বেশ
বাস্তবতায় নেই তার ছিটে ফুটোর একটুও লেশ।
আজ আমার মন ভালো নেই
ব্যবসায়িক রাজনীতিতে,
তেলবাজ নেতা আছে-নীতিবান নেই
গণতন্ত্র কথিত আছে বাস্তবতায় নেই।
আজ আমার মন ভালো নেই
ধনীর ধনাঢ্য বাড়ে,
গরীবের ভাগ্য না ফিরে-
লাথি মার ভাঙরে তালা
কে হাতে নিবে?
বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা।
আজ আমার মন ভালো নেই
বিশ্বাস খুজে বেড়ায় অবিশ্বাসের ঘরে
সম্পর্কের বিচ্ছেদে কত; কত রক্ত ঝরে
অর্থের কাছে সবাই পরাজিত,
আখেরাতের কথা-ভাবে না কেউ আগে পরে।
আজ আমার মন ভালো নেই
মন চায় সন্ন্যাসী হয়ে যাই,
খুজেঁ দেখি সেখানেও জায়গা নেই-
অসংখ্য পাগলের ভীরে-
আমি নতুন পাগলের ভাত নেই।
আজ আমার মন ভালো নেই
কোথায় আছো দয়াল সাই!
তোমায় কোথায় গেলে পাই?
খুজিঁ তোমায় আমি অবিরত-
এতো কঠিন বাস্তবতায়;
তোমায় ছাড়া আর কারোর উপর ভরসা নেই।
আজ আমার মন ভালো নেই।
আজ আমার মন ভালো নেই।
ছবি:নেট
১৫টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সর্বত্রই বৈষম্যের ধার
নামে না আর গলা থেকে আহার,
তাই আজ আমার মন ভালো নেই!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ প্রিয়।আপনার কাছে ছন্দ শিখতে হবে।
নিতাই বাবু
মনটা আমার খারাপ হয়নি, দাদা। আপনার কবিতা পড়ে মনটা সত্যি ভালো হয়ে গেলো।
মনির হোসেন মমি
আমাদের মন খারাপ থাকতে নেই যখনি মন খারাপ হয় তখনি বস্তাপচা লেখা প্রকাশ করি।ধন্যবাদ দাদা।
খাদিজাতুল কুবরা
মন খারাপী আয়োজন কিন্তু ভালো হয়েছে। আমাদের চারপাশে এতো অসংখ্য অসঙ্গতি মন ভালো রাখা সত্যি কঠিন। মনখারাপের কারণ গুলো লিখে যদি এমন কিছু সৃষ্টি করা যায় তো বলব এমন মন খারাপ বহুবার হোক।
শুভেচ্ছা রইল মমি ভাইয়া।
মনির হোসেন মমি
হুম । আপনাকে অসংখ্য ধন্যবাদ।ঠিক করেছি আপু।
মোঃ মজিবর রহমান
আহারে — জীবন!
মনির হোসেন মমি
জীবনের অপর নাম মরণ তা যেনো হয় সমরণ।
শুভকামনা।
মোঃ মজিবর রহমান
সব ঐযে উপরে বসে আছেন সারা বিশ্বে অধিশ্বর তিনিই জানেন কার কেমন মৃত্যু হবে। আল্লাহ যেন আপনার ইচ্ছা কবুল করেন। আমিন।
আলমগীর সরকার লিটন
চমৎকার মন ভাল হয়ে যাক কবি মমি দা
ভাল থাকবেন————
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় কবি।দোয়ায় রাখবেন।
হালিমা আক্তার
চারদিকে মন খারাপের আয়োজন। তবু মন ভালো রাখার আপ্রাণ চেষ্টা। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
পরিবার পরিজনদের ভালো রাখতে হলে মনকে প্রবোধ দিয়ে ভালো থাকার চেষ্টা চালিয়ে যেতে হয়। জীবন যেখানে যেমন তেমন করে থাকতে হবে।
শুভ কামনা 🌹🌹
রিতু জাহান
আজকাল অসঙ্গতি নিয়ে লেখা টোটালে ছেড়েছি।
কিছুই হয় না এমন সব লিখে মনকে বুঝিয়ে দিয়েছি।
কানার শহরে রঙ এর মেলা বসানো যেনো বৃথা। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে গালি দেই উঠতে বসতে। কিন্তু ওদের মতো দেশপ্রেম কি আমাদের মধ্যে এতোটুকু আছে?
আমরা কসমেটিক থেকে শুরু করে সবকিছু বিদেশি খুঁজি।
আর ওরা সবাই নিজেরাই নিজেদের পণ্য ব্যবহার করে।
আমদানি খুব কম ওদের। ওরা কোনো ঋণ নিয়ে বড় প্রোজেক্টে হাত দেয়নি।
চিনকে ঢুকতেই দেয়নি। চিন যে দেশে ঢুকেছে সে দেশ থেকে ওরা ফাল হয়ে বের হইছে।।আমরা জানি না কতোটুকু ভুগব।
আক্ষেপ করেই খালিপেটে অনেকেই এমন করে দিনযাপন করছে।
তবু যেনো বেঁচে আছি।
প্রদীপ চক্রবর্তী
আজকাল চারদিকে মন খারাপের বিজ্ঞাপন!
তবুও আমাদের ভালো থাকার চেষ্টা করে যেতে হয়।
এমনকি যেতেই হবে।
যথার্থ লিখেছেন, দাদা।