
আমি এক ভেজা দাঁড়কাক,
ঝড়ে ভাঙা ঘরে আর ফেরা হয়নি, দাঁড়িয়ে আছি ক্যাবলের উপর।
যেকোনো সময় শক খেয়ে ঝুলে থাকতে পারি,
তাতে অবশ্য তেমন কিছু আসবে যাবেনা,
মৃত্যুইতো!
এক নীড় হারা নিঃসঙ্গ কাকইতো!
গালিব সাহেব বলেছেন, ” মৃত্যু ভালোবাসার চেয়ে শ্রেয়!”
এ কথার মর্মর ধ্বণি আমার চেয়ে বেশি কারো কানে বাজেনি।
এই এক জীবনে কারুর অনর্থ করিনি নিজের ছাড়া,
বেশি কিছুনা কেবল ভালোবেসেছিলাম!
নিজের ভেতরে ; শত্রুর ত্রিকোণ পরিবেষ্টনী আছে আমি
কি জানতাম?
ওদের যে আমি ঠকিয়েছি এতদিন,
আজ তারা আমায় ঘরছাড়া করলো, করতেই পারে,
আমিই অপরাধী।
নিজের ঘর নড়বড়, আমি বাঁধি পড়শির ঘর!
মৃত্যুর পর আমার কবরে লিখে দিও,
অপরাধী আমি ভালোবাসার!
৬টি মন্তব্য
বন্যা লিপি
আজ আমি জিতব বলে গতকাল পিছিয়ে ছিলাম কয়েক কদম।
আগামীকাল থাকব কিনা! জানা হয়নি তখন….
এই সিঁড়ি তে দাঁড়াতে ; শিরায় টান বেজায় রকম!
সামনের দিন আসবে কখন, ভাবছি বসে এখন!
ভালবাসা, ব্যধী হয়ে বিঁধলো বুকে যখন!
সবকিছু তলিয়ে গেলো মৃত হলো জীবন।
চষে বেড়াই হাট বাজার আর আইন আদালতের খামার–ক্ষেত! সাদা বসন ভেজে বেজায় রৌদ্র কিংবা জমে যখন ভীষণ মেঘ!
আমার হাতেই কলম খানিক
আমার হাতেই কাঠের চাবি
আমার হাতেই অঙ্গুরিয়
আমার হাতেই নাড়ি কাটা পরের ধনের শেকড় খানি
……ভালবাসা তোকে রুবি❤️❤️
–বন্যা আপু
সঞ্জয় মালাকার
ভালো লাগলো খুব, পাঠে মুগ্ধ হলাম,
আজ তারা আমায় ঘরছাড়া করলো, করতেই পারে,
আমিই অপরাধী।
ভালো থাকবেন সব সময় শুভ কামনা //
জিয়া আল-দীন
এত সুন্দর করে কি করে লিখেন? ঝড় তো থেমে গেছে,ঘর বাধলেই হয়।
শুভকামনা রইলো।🌹
হালিমা আক্তার
বৃষ্টি ভেজা কাক। চমৎকার উপমা।
ভালোবেসেছিলাম বলেই বেঁধে ছিলাম মায়াডোরে।
মায়ার বাঁধন যদি খুলে দেয়া যেত।
একটা মুক্ত আকাশ পেতাম।
আজ সবাই বিহঙ্গের মতো উড়ে বেড়ায়।
আমি সেই ভালোবাসার জালে আটকে ফাঁসির কাঠগড়ায়।
চমৎকার লিখেছো। যেন মোর অন্তরের বানী।
শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
কি লিখব, না বসে মন
না আছে শব্দ, অস্থির ভান— কলম তুই অপরাধী মন বুঝিস না!
রোকসানা খন্দকার রুকু
কাউকে কাউকে সারাজীবন ভেজা দাঁড়কাক হয়েই কাটাতে হয়। কিচ্ছুটি করার থাকে না।
শুভকামনা অশেষ।🌹